۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
ইমাম হোসায়েন (আঃ) জান্নাতের দরজা।
ইমাম হোসায়েন (আঃ) জান্নাতের দরজা।

হওজা / ইমাম হোসায়েন (আঃ)-এর মাধ্যমে তোমরা সুখ ও আনন্দে ধন্য হবে এবং (তাঁকে ছাড়লে) তোমরা অসুখী হবে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হযরত রাসূল আল্লাহ (সাঃ) বলেছেন :

بي أُنْذِرْتُمْ وَ بِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ اهْتَدَيْتُمْ وَ قَرَأَ إِنَّما أَنْتَ مُنْذِرٌ وَ لِكُلِّ قَوْمٍ هادٍ وَ بِالْحَسَنِ أُعْطِيتُمُ الْإِحْسَانَ وَ بِالْحُسَيْنِ تَسْعَدُونَ وَ بِهِ تَشْقَوْنَ أَلَا وَ إِنَّ الْحُسَيْنَ بَابٌ مِنْ أَبْوَاب‏ الْجَنَّةِ مَنْ عَادَاهُ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ رَائِحَةَ الْجَنَّةِ

আমার দ্বারা তোমাদেরকে সতর্ক করা হয়েছে। আর আলী ইবনে আবি তালিব (আঃ)-এর মাধ্যমে হেদায়েত দেওয়া হয়েছে। এর পরে তিনি (সাঃ) নিম্নলিখিত আয়াতটি তিলাওয়াত করেন :

إِنَّما أَنْتَ مُنْذِرٌ وَ لِكُلِّ قَوْمٍ هادٍ

এবং ইমাম হাসান (আঃ)-এর দ্বারা তোমাদের উপর অনুগ্রহ করা হয়েছে।

আর ইমাম হোসায়েন (আঃ)-এর মাধ্যমে তোমরা সুখ ও আনন্দে ধন্য হবে এবং (তাঁকে ছাড়লে) তোমরা অসুখী হবে।

জেনে রাখ! হোসায়েন (আঃ) জান্নাতের দরজার মধ্যে একটি দরজা, যে তাঁর প্রতি বিরূপ হবে, মহান আল্লাহ তাআলা তার উপর জান্নাতের সুগন্ধি হারাম করে দিবেন।

সূত্র, ইবনে শাযান প্রণীত মিয়া মানক্বাবা মিন মানাক্বিবে আমিরিল মুমিনীন ওয়াল আইম্মা পৃষ্ঠা ২২..(চতুর্থ মানক্বাবা)

সৈয়েদ হাশিম বাহরানী প্রণীত আল বুরহান ফি তাফসীর আল কুরআন, খন্ড ৩ পৃষ্ঠা ২৩২.. তাফসীর সূরা রা'দ আয়াত নং ৭..

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

অনুবাদ: মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)

تبصرہ ارسال

You are replying to: .